ম্যাক্স ওয়েবারের আদর্শ নমুনা কী? আদর্শ নমুনার বৈশিষ্ট্যসমূহ লিখ।
ম্যাক্স ওয়েবারের আদর্শ নমুনা কী? Max weber আদর্শ নমুনা এর বৈশিষ্ট্যসমূহ লিখ সমাজবিজ্ঞানের উন্নয়নের সাথে ম্যাক্স ওয়েবারের (Max Weber) নাম ওতপ্রোতভাবে জড়িত। সমাজতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসেবে ম্যাক্স ওয়েবারই আদর্শ নমুনা ধারণাটি প্রথম ব্যক্ত করেন। তিনি সমাজ অধ্যয়নে আদর্শ নমুনাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। আদর্শ নমুনা (Ideal Type): সাধারণভাবে বলা যায়, আদর্শ নমুনা হচ্ছে এমন একটি পদ্ধতি যা সমাজবিজ্ঞানের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে তুলনামূলক আলোচনার জন্য ব্যবহৃত হতে পারে। বিশেষত ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণের ক্ষেত্রে আদর্শ নমুনা গুরুত্রপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আদর্শ নমুনা একটি মডেল বা নমুনা। আদর্শ নমুনা কোনো বিষয়ের প্রধান বৈশিষ্ট্যগুলো সহজভাবে তুলে ধরে যার মাধ্যমে উক্ত বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ মানচিত্র অঙ্কন করা যায়। ম্যাক্স ওয়েবারের (Max Weber) মতে, সামাজিক কোন ঘটনাকে ব্যাখ্যামূলক আচরণ বা অনুসন্ধান করতে হলে প্রথমে সেই ঘটনার বৈশিষ্ট্যগুলোকে চিহিৃত করতে হবে এবংমানসিক রুপরেখা প্রণয়ন করতে হবে। এরপর দেখতে হবে মানসিক গঠনের সাথে বাস্তবতার কতটুকু মিল বা অমিল রয়েছ...